শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) ভোররাতে উপজেলার চায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াছিন আলী কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে।
বিজ্ঞাপন
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন পলাতক ছিলেন।
ওসি মীর খায়রুল কবীর আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিন আলীকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালান তৎকালীন ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীরা। এই মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবও দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন।
আকরামুল ইসলাম/এমএসআর