বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় ছাত্র গ্রেফতার
রংপুরের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর পোস্ট করায় মনিরুল ইসলাম সৈকত নামে এক মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শোকের মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে।
সোমবার (০৯ আগস্ট) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র। ওই ঘটনায় গ্রেফতার মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মনিরুল ইসলাম উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। ২০১৮ সালে পীরগঞ্জের কাঞ্চনবাজার হাফেজিয়া মাদরাসা থেকে কোরানে হেফজ সম্পন্ন করেন।
ওসি সরেস চন্দ্র জানান, ৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ছবি পোস্ট করা হয়। বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করা মানহানিকর পোস্টটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ায় সচেতন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। এতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দেয়।
বিষয়টি নজরে নিয়ে জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নির্দেশে ওই পোস্টধারীকে আটক করতে মাঠে নামে পুলিশ। রোববার (০৮ আগস্ট) রাতে পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নের সন্ন্যাসীর বাজার থেকে অভিযুক্ত মনিরুল ইসলাম সৈকতকে আটক করা হয়।
জড়িত মনিরুল ইসলামের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নিজের ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বিকৃত ছবি পোস্ট করার কথা স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (০৯ আগস্ট) সকালে ওই মামলায় মনিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে হেলজাহতে পাঠানো হয়।
অভিযুক্ত কিশোর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্য থেকে এ ধরনের মানহানিকর পোস্ট করেছেন বলে জানিয়ে রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, গ্রেফতার কিশোরের দেওয়া তথ্য ও বিভিন্ন ফেসবুক গ্রুপ পর্যালোচনা করে ওই বিকৃত পোস্টের সত্যতা পাওয়া গেছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর