রংপুরের বদরগঞ্জে হাতকড়া পরিহিত ওসমান গণি (৩৫) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এ সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পলাতক ওসমান গণি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
 
জানা গেছে, ওসমান গণিকে শনিবার (৭ আগস্ট) রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে মাদকসহ আটক করা হয়। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে হাতকড়া পরা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান ওসমান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক।

তিনি ঢাকা পোস্টকে জানান, তার ছেলে ওসমান গণি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাতে পুলিশের হাতে আটক হওয়ার পর অসুস্থতার ভান করে। সকালে হাতকড়াসহ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে কৌশলে পালিয়েছেন তিনি।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আসামি ওসমান গণিকে আটকের পর থেকে অসুস্থ বলে দাবি করে। এ অবস্থায় পুলিশ ভ্যানে করে সকালে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়াসহ পালিয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর