তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য পুত্র শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইসিটি বিভাগ সারাদেশে ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায় তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আমরা কাজ করছি। পাশাপাশি তরুণ-তরুণীদের মাঝে শেখ কামালের জীবনী তুলে ধরা হচ্ছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হল রুমে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা, পৌর ও গোলই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পলক আরও বলেন, ২০৪১ সাল নাগাদ ৬৪টি আইটি ট্রেনিং সেন্টার থেকে ১০ লক্ষাধিক তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ৫ লক্ষাধিক  তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের ইতিহাস দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ইতিহাস। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনসহ প্রত্যকটি আন্দোলনে ছাত্রলীগ সাহসী ভূমিকা রেখেছে। নেতার মৃত্যু হতে পারে কিন্তু নেতার আদর্শ কিংবা সংগঠনের মৃত্যু হয় না। মাত্র ২৬ বছর বয়সে ঘাতকরা শেখ কামালকে নির্মমভাবে হত্যা করেছিল। তিনি ক্রীড়াঙ্গনকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছিলেন। তরুণ-তরুণীদের তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে পারলে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

পলক বলেন, সিংড়ায় তরুণদের জন্য স্টেডিয়াম করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ১১ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। শেখ কামাল স্টেডিয়াম নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সিংড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী হাইটেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছেন। আমরা তরুণদের মাদক থেকে দূরে রাখতে জিমনেসিয়াম করে দিয়েছি। এছাড়া জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষে শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি গড়ে তুলব।

সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জান্নাতুল ফেরদৌস, গোল-ই আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পী, সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান জয় প্রমুখ। 

তাপস কুমার/আরএআর