রংপুরের কাউনিয়ায় ছাগল চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে তিন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করেন। সোমবার (২ আগস্ট) দুপুর ২টায় দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিনব কায়দায় রাস্তা থেকে দুটি ছাগল ব্যাটারিচালিত অটোবাইকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে স্থানীয়রা তাদের তিনজনকে হাতেনাতে ধরে ফেলেন।

আটকরা হলেন রংপুরের পীরগাছা উপজেলার তালুক উপাশু গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শিপন মিয়া (২৫), একই গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে কাসেম আলী ২১) ও মলুদচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লিমন মিয়া (২০)।

পুলিশ জানায়, রাজিব গ্রামের কৃষক আব্দুল হামিজ প্রতি দিনের মতো সোমবার সকালে তার বাড়ির পাশের রাস্তার ধারে দুটি ছাগল বেঁধে রাখেন। দুপুর ২টার দিকে ওই রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময়ে বেঁধে রাখা ছাগল দুটি অভিনব কায়দায় অটোবাইকে তুলে নিয়ে পালিয়ে যায় তিন যুবক।

ছাগল চুরির ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ওই অটোবাইকসহ তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় চুরির কাজে ব্যবহৃত অটোবাইকটিও জব্দ করে পুলিশ। 

এ ঘটনায় ছাগলের মালিক আব্দুল হামিজ মিয়া নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় আটক তিন যুবককে গ্রেফতার দেখিয়েছেন।

চুরির ঘটনাটি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, ছাগল চুরির অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধারণা করা হচ্ছে তারা সবাই সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। মঙ্গলবার তাদের আদালতে নেওয়া হবে।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর