টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৭ জন।
সোমবার (২ আগস্ট) জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৮৯ জনের নমুনা পরীক্ষায় ২৪৭ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৭ শতাংশে। জেলায় করোনা সংখ্যা দাঁড়িঁয়েছে ১৪ হাজার ১৭৩ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২১৫ জন মারা গেছেন।
অভিজিৎ ঘোষ/এনএ