গাজীপুরে করোনা শনাক্তের হার ৬৮.৯৯ শতাংশ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় ৪০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬৮.৯৯ শতাংশ।
বিজ্ঞাপন
রোববার (১ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৫০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ১৯০ জন, কালীগঞ্জে ১৮ জন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ৬৮ জন ও শ্রীপুরে ১১০ জন রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত এ জেলায় ১ লাখ ৫ হাজার ৪৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ হাজার ৭৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১১ হাজার ৫০৯ জন, কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৩৭২ জন, কালিয়াকৈরে ১ হাজার ৯১৪ জন, কাপাসিয়ায় ১ হাজার ৫৩০ ও শ্রীপুরে ২ হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৩৪০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
শিহাব খান/এসকেডি