রংপুরে সিনোফার্মের টিকা নিলেন ২২৬ চীনা নাগরিক
রংপুরে সিনোফার্মের টিকা নিয়েছে চীনের ২২৬ জন নাগরিক। তারা নীলফামারীর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনিতে কর্মরত। নিজ দেশের তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ টিকা প্রদান করা হয়। এর আগে ওই ২২৬ জন চীনা নাগরিকের জন্য সেখানে দুটি বুথ স্থাপন করা হয়। তারা নীলফামারী ও দিনাজপুর থেকে টিকা নিতে রংপুরে আসেন।
বিজ্ঞাপন
রংপুরের সিভিল সার্জন ডা. হিড়ম্ব কুমার রায় চীন নাগরিকদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুর ও নীলফামারীতে কর্মরত ২২৬ চীনা নাগরিক রংপুরের ঠিকানায় টিকার জন্য নিবন্ধন করেছিলেন। তাদের নিজ দেশ চীনের টিকা নিতে আগ্রহী প্রকাশ করায় সিনোফার্মের টিকা প্রদান করা হয়।
তিনি আরও জানান, চীনা নাগরিকদের টিকা দেওয়ার জন্য দুটি বুথ ছিল। সেখানে টিকা গ্রহণ করে প্রত্যেককে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। কারও কোনো শারীরিক সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তাদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা ছিল।
এদিকে টিকা নেওয়ার পর বেশ উচ্ছ্বসিত ছিলেন বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকরা। তাদের একজন চেং উন। তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে টিকা নিতে এসেছি। ভালো লাগছে। কোনো অসুবিধা হয়নি। আমরা ঠিক আছি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, রংপুরে টিকা নিতে আসা চীনের নাগরিকদের নিরাপত্তা দিতে সিভিল সার্জনের কার্যালয়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা ফিরে না যাওয়া পর্যন্ত সেখানে নিরাপত্তা বলয় থাকবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর