কুমিল্লায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৮৫৩
কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ২ হাজার ৬৫ নমুনা পরীক্ষা করে রেকর্ড ৮৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৮৫৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২২৭ জন, আদর্শ সদরের ২৬, সদর দক্ষিণের ২১, বুড়িচংয়ের ৪৫, ব্রাহ্মণপাড়ার ২৭ জন রয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়া চান্দিনার ৪৪ জন, চৌদ্দগ্রামের ৪৮, দেবিদ্বারের ৫৬, দাউদকান্দির ৫৫, লাকসামের ২৫, লালমাইয়ের ২৪, নাঙ্গলকোটের ৫৫, বরুড়ার ৭৫, মনোহরগঞ্জের ৪৪, মুরাদনগরের ৫৬, মেঘনার ১০, তিতাসের ২ ও হোমনা উপজেলার ১৬ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৩০ থেকে ৮০ বছরের মধ্যে। এর মধ্যে বুড়িচংয়ে ২ জন, দাউদকান্দিতে ২, দেবিদ্বার, বরুড়া, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রামে একজন করে মারা গেছেন।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ২৫ হাজার ৫১৮ জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা গেছেন ৬৮০ জন।
এমএসআর