মাঠেই মারা গেলেন বাবা-ছেলে
সকালে জমি চাষ করার জন্য বাবা-ছেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল ১০টার দিকে জমি চাষ করার সময় বজ্রপাত হয়। এতে বাবা-ছেলের দুজনের মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ গ্রামে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার শরিষাবাদ গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৩)। হাবিবুর স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক সামাদ মাঠে পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করছিল। এ সময় তার ছেলে বাবাকে সহযোগিতা করছিলেন। বৃষ্টি শুরু হলে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত হন। অন্যান্য কৃষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাবা-ছেলে ধানের জমি চাষ করছিল। এ সময় বজ্রপাতে তারা মারা যায়।
সাখাওয়াত হোসেন জনি/এসপি