চাঁদপুরে মাছঘাটে প্রতিদিন আসছে ৮০০ মণ ইলিশ
ইলিশের আমদানি শুরু হয়েছে চাঁদপুরে প্রধান মৎস্য আড়ত বড় স্টেশন মাছঘাটে। সাগর মোহনায় টানা ৬৪ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় এবং চাঁদপুরের পদ্মা-মেঘনায় আশানুরূপ ইলিশ না পাওয়ায় অনেকটা নীরব ছিল চাঁদপুর মাছঘাট। নিষেধাজ্ঞা শেষ আর পদ্মা-মেঘনায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। এতে মাছঘাটে ইলিশের আমদানি বাড়ায় খুশি বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।
বর্তমানে চাঁদপুর মাছঘাটে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মণ ইলিশ আমদানি হচ্ছে। এ ছাড়া স্থানীয় পদ্মা-মেঘনা নদীতে জেলেদের আহরিত ছোট সাইজের ইলিশও নিয়মিত মাছঘাটে বিক্রি হচ্ছে। দুই-তিন দিন ধরে দক্ষিণাঞ্চলের ইলিশের আমদানি হওয়ার কারণে সরগরম হয়ে উঠেছে মাছঘাট। চাঞ্চল্য ফিরে এসেছে পাইকারি, আড়তদার, খুচরা বিক্রেতা ও শ্রমিকদের মধ্যে।
বিজ্ঞাপন
সরেজমিনে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দেখা যায়, বড় বড় ট্রলার ও পিকআপ থেকে টুকরিতে করে নামানো হচ্ছে ইলিশ। আর এসব ইলিশ দক্ষিণাঞ্চলের ভোলা, দৌলতখান, চরফ্যাশন, হাতিয়াসহ বিভিন্ন স্থান থেকে মাছঘাটে আনা হয়েছে। শ্রমিকরা তড়িঘড়ি করে এসব ইলিশ আড়তে নামাচ্ছেন। বিক্রির জন্য আড়তগুলোর সামনে বড় বড় স্তূপ করে সাজানো হয়েছে ইলিশ।
মাছঘাটের মৎস্য ব্যবসায়ী বিপ্লব ঢাকা পোস্টকে বলেন, সাগরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে চাঁদপুর মাছঘাটে ইলিশের আমদানি বেড়েছে। বর্তমানে ৯০০ থেকে ১ হাজার গ্রামের ইলিশের দাম ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা, এক কেজির ওপরের ইলিশের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, দেড় কেজির ওপরের ইলিশের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি। আর একই মাছ যদি দক্ষিণাঞ্চলের হয়, তাহলে প্রতি কেজিতে ১০০ থেকে দেড় শ টাকা কমে যাবে।
চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার বলেন, ঈদের পর থেকেই মাছের আমদানি বেড়েছে। প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মণ ইলিশ আসে ঘাটে। আস্তে আস্তে আমদানি আরও বাড়বে। তবে এখন যে ইলিশগুলো আসছে, এসব ইলিশের সাইজ খুবই ছোট। সামনে ইলিশের ভরা মৌসুম, যে কারণে আমদানি আরও বাড়বে। গত দুই মাস চাঁদপুরে ইলিশ ছিল না। আমরা নিরাশ হয়নি, আশা করি শিগগিরই ভরপুর ইলিশ পাব।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী ঢাকা পোস্টকে বলেন, চাঁদপুর জেলা ইলিশের শহর হিসেবে সারাদেশে পরিচিত। যে কারণে ইলিশের সবচেয় বড় ল্যান্ডিং সেন্টার এখানে। চাঁদপুর মাছঘাটে পদ্মা-মেঘনা ছাড়াও অন্য জেলার ইলিশ চাঁদপুর চলে আসে। মূলত পরিবেশ ও যাতায়াতব্যবস্থা ভালো হওয়ার এখানে ইলিশের আমদানি বেশি। আর কিছুদিন পর থেকে ইলিশের আমদানি ও রফতানি আরও বাড়বে।
শরীফুল ইসলাম/এনএ