নি‌ষেধাজ্ঞার পরও টাঙ্গাই‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে শুক্রবার (২৩ জুলাই) সকাল থে‌কেই যাত্রীবা‌হী বাস চলাচল কর‌তে দেখা গে‌ছে। ত‌বে বা‌সের সংখ‌্যা স্বাভা‌বিক দি‌নের চে‌য়ে কম চলাচল কর‌ছে‌।

শুক্রবার সকা‌লে সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে ঢাকামুখী যাত্রীবাস চলাচল কর‌ছে। ত‌বে মহাসড়‌কে মালবাহী ট্রাক ও কিছুসংখ‌্যক বাস ছাড়া তেমন কোনো প‌রিবহন মহাসড়‌কে চলাচল কর‌ছে না। 

ক‌রোনাভাইরাস সংক্রমণ‌রো‌ধে সরকার ২৩ জুলাই সকাল ৬টা থে‌কে ৫ আগস্ট পর্যন্ত সব ধর‌নের যানবাহন চলাচ‌লে বি‌ধি‌নি‌ষেধ আ‌রোপ ক‌রে প্রজ্ঞাপন জা‌রি করে। কিন্তু নি‌ষেধাজ্ঞা অমান‌্য ক‌রে যাত্রী নি‌য়ে বাসগু‌লো মহাসড়‌কে চলাচল কর‌ছে। এ‌দি‌কে ঈ‌দের প‌রের‌ দিন যাত্রী আন‌তে ঢাকা থে‌কে খা‌লি বাস নি‌য়ে শত শত বাস উত্তর ও প‌শ্চিমাঞ্চ‌লে গি‌য়েছিল।

জানতে চাইলে বাসচালকরা বলেন, উত্তরাঞ্চ‌লের বি‌ভিন্ন জায়গায় খালি বাস নি‌য়ে যাত্রী আন‌তে গি‌য়ে‌ছিলাম। শুক্রবার সকা‌লে যাত্রী পে‌য়েই রওনা হ‌য়ে‌ছি ঢাকামুখী। ত‌বে মহাসড়‌কের কোথাও পু‌লি‌শি বাধার মু‌খে পড়‌তে হয়‌নি।

এ‌ বিষ‌য়ে বঙ্গবন্ধু সেতু‌তে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা মহাসড়‌কে বাস চলাচল নি‌য়ে কোনো মন্তব‌্য কর‌তে রা‌জি হননি। তবে তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের অনুম‌তি ছাড়া কোনো বক্তব‌্য দেওয়া সম্ভব নয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌ফিকু্ল ইসলাম ও মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শের ইনচার্জ ইয়া‌সির আরাফা‌তের বক্তব‌্য জান‌তে মোবাই‌লে যোগা‌যোগ করা হ‌লে তারা দুজন ফোন ধরেন‌নি।

অ‌ভি‌জিৎ ঘোষ/এনএ