ফাইল ছবি

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২২০ জন। এছাড়াও এক দিনে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬১০ জন। 

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় বর্তমানে মজুত করা অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১ হাজার ২৮৫টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা ২৮টি।

আরএআর