টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত আদায় বন্ধে ১৪৪ ধারা জারি ক‌রে‌ছে প্রশাসন। ফ‌লে ঈদগাহ মা‌ঠে স্থানীয়রা নামাজ আদায় কর‌তে পার‌বেন না।

সোমবার (১৯ জুলাই) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন এ আদেশ জারি করেন। প‌রে মঙ্গলবার (২০ জুলাই ) ভোজদত্ত এলাকায় উপজেলা প্রশাসন মাই‌কিং ক‌রে সে‌টি স্থানীয়‌দের অবগত ক‌রে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন ঢাকা পোস্ট‌কে ব‌লেন, সোমবার ভোজদত্ত ঈদগাহ মা‌ঠে ঈদুল আজহার দিন মা‌ঠে ঈদের জামাত আদা‌য় ব‌ন্ধে ১৪৪ ধারা জা‌রি করা হ‌য়ে‌ছে। 

আদেশে বলা হয়েছে, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ভোজদত্ত গ্রাম ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বীরবাসিন্দা গ্রামের অবস্থান। এই দুই গ্রামের সীমানাসংলগ্ন ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।

দুই গ্রামের বিরোধের কারণে ২১ জুলাই ঈদুল আজহার দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সকল প্রকার সভা, সমাবেশ, শোভাযাত্রা, শ্লোগান, দেশীয় অস্ত্র বহন, মাহক্রোফোন ব্যবহার, পিকেটিং, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অ‌ভি‌জিৎ ঘোষ/এমএসআর