সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের ১০ কিলোমিটারজুড়ে থেমে থেমে চলছে যানবাহন।

সোমবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও তারপর থেকে গাড়ির চাপ বাড়তে থাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন। তিনি জানান, কিছুক্ষণ হলো বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় গাড়ির চাপ বাড়ায় থেমে থেমে যানজট তৈরি হয়েছে। 

কড্ডার মোড় এলাকা থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি ঢাকা পোস্টকে বলেন, কড্ডা থেকে নলকা সেতু মহাসড়কের মফিজ মোড় (৬ নম্বর সেতু) পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় হালকা যানজট ও ধীরগতি থাকলেও বাকি রাস্তা স্বাভাবিক রয়েছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, নলকা সেতু এলাকায় যানজটের ধীরগতি থাকলেও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে গাড়ির চাপ বাড়ছে।

শুভ কুমার ঘোষ/এমএসআর