রাজশাহী বিভাগে করোনায় ১৬ জনের মৃত্যু
রাজশাহী বিভাগজুড়ে আরও ১৬ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। ২৪ ঘণ্টায় বগুড়ায় ৮ জন, রাজশাহীতে চারজন, নাটোরে দুজন এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ১৬২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে এক হাজার ৪১ জনের। এ নিয়ে করোনা ধরা পড়ল মোট ৭৪ হাজার ২০১ জনের।
বিজ্ঞাপন
এ পর্যন্ত বিভাগে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৮৫৪ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ১৯৫ জন। একই দিনে হাসপাতাল ছেড়েছেন ৫৪৮ জন। এনিয়ে বিভাগে করোনাজয় করেছেন ৪৯ হাজার ৯৮৫ জন।
রোববার (১৮ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয় , এক দিনে যে এক হাজার ৪১ জনের করোনা ধরা পড়েছে তার মধ্যে ২৩০ জনই পাবনার বাসিন্দা।
এ ছাড়া রাজশাহীতে ২১৫ জন, নাটোরে ২১৪, বগুড়ায় ১৯৫, সিরাজগঞ্জে ১১৪, নওগাঁয় ৩৭, জয়পুরহাটে ২২ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৪ জনের করোনা ধরা পড়েছে।
২৪ ঘণ্টায় বিভাগে যে ১৬ জন মারা গেছেন তার মধ্যে ৮ জনই বগুড়ার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীতে চারজন, নাটোরে দুজন এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে মারা গেছেন। এক দিনে জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৪৯৫, রাজশাহীতে ২১০, চাঁপাইনবাবগঞ্জে ১২৯, নওগাঁয় ১১৩, নাটোরে ৯৬, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৪২ এবং পাবনায় ৩১ জন মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর