সাভারের আশুলিয়ায় তীব্র গরম ও যানজটে আটকে পড়ে ট্রাকেই একটি গরু মারা গেছে। পাবনা থেকে আনা ৬টি গরুর মধ্যে ওই গরুটি মারা যায়। গরুটির ওজন প্রায় ২৭ মণ।

শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম। এর আগে  দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে ট্রাকেই গরুটি মারা যায়।

গরুটির দাম প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন গরুর মালিক মুকুল। মুকুল ঢাকা পোস্টকে বলেন, বিকেলে পাবনার সাথিয়া থেকে ট্রাকে করে বিক্রির উদ্দেশ্যে ৬টি গরু নিয়ে রওনা দেই। বঙ্গবন্ধু সেতুতে কিছুটা যানজট হলেও একটু পরেই স্বাভাবিক হয়ে যায়।

তিনি আরও বলেন, তবে টাঙ্গাইল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট ও প্রচণ্ড রোদে ৬টি গরুই অসুস্থ হয়ে যায়। ১৫ ঘণ্টা লেগেছে বাইপাইল আসতে। তীব্র গরম সইতে না পেরে বাইপাইলে এসে একটি গরু মারা যায়। বাকিগুলোও ভীষণ অসুস্থ।

গরুর মালিক মুকুল বলেন, গরুর দাম একটু বেশি পাওয়ার আশায় ঢাকায় নিচ্ছিলাম। এখন আমার ৫ লাখ টাকা লোকসান। আমি তো পথে বসে গেলাম। আমি ক্ষতিপূরণ চাই।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম বলেন, ঢাকায় গরুবোঝাই ট্রাক ঢুকছে অসংখ্য। এসব বাড়তি গাড়ি। এছাড়াও দূরপাল্লার ও গণপরিবহন চালু হওয়ায় গাড়ির চাপ বেশি। পশুবাহী গাড়ির ক্ষেত্রে আমাদের আলাদা কেনো নির্দেশনাও নেই।

মাহিদুল মাহিদ/এমএসআর