রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। ১২ দিনের মধ্যে বিভাগে করোনায় সর্বনিম্ন প্রাণহানি এটি। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল এক হাজার ১৩৩ জনে।

এর আগে গত ৪ জুলাই বিভাগে ৮ জনের প্রাণ নিয়েছে করোনা। এর দুই দিন পর ৬ জুলাই মারা গেছেন ২৪ জন। বিভাগে এক দিনে করোনায় প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।

জানা যায়, ৫ জুলাই ১২ জন, ৬ জুলাই ২৪ জন, ৭ জুলাই ১৪ জন, ৮ জুলাই ১১ জন, ৯ জুলাই ২২ জন, ১০ জুলাই ১০ জন, ১১ জুলাই ২৩ জন, ১২ জুলাই ২১ জন, ১৩ জুলাই ২২ জন, ১৪ জুলাই ১২ জন, ১৫ জুলাই ১৭ জন এবং ১৬ জুলাই ৮ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে এক হাজার ৪৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৭২ হাজার ৫৭১ জনে। এক দিনে বিভাগে সুস্থ হয়েছেন ৫০৩ জন।

এ নিয়ে বিভাগজুড়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৯১২ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা নিয়ে হাসপাতালে এসেছেন আরও ২০০ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন বিভাগে মোট ৯ হাজার ৪৫৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, এক দিনে যে এক হাজার ৪৫ জনের করোনা ধরা পড়েছে তার ২৭০ জনই রাজশাহী জেলার বাসিন্দা। 

এ ছাড়া পাবনায় ২৩০, বগুড়ায় ১৮০, সিরাজগঞ্জে ১৪৫, নাটোরে ৯১, নওগাঁয় ৫৬, চাঁপাইনবাবগঞ্জে ৫৩ এবং জয়পুরহাটে ২০ জনের করোনা ধরা পড়েছে।

২৪ ঘণ্টায় যে ৮ জন মারা গেছেন তার মধ্যে তিনজনই বগুড়া জেলার বাসিন্দা। এ ছাড়া দুজন করে রাজশাহী ও নওগাঁর এবং একজন সিরাজগঞ্জের। এক দিনে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট ও পাবনা জেলায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বগুড়ায় ৪৮৩, রাজশাহীতে ২০৪, চাঁপাইনবাবগঞ্জে ১২৮, নওগাঁয় ১১১, নাটোরে ৯২, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৩৯ এবং পাবনায় ৩০ জন মারা গেছেন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর