টাঙ্গাইলে মহাসড়‌কের ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এ‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন কাঁচামাল ব্যবসায়ীরা। শুক্রবার (১৬ জুলাই) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে কা‌লিহাতীর পুং‌লি পর্যন্ত সড়‌কের ১৩ কি‌লো‌মিটার অং‌শে যানবাহন ধীরগতিতে চলাচল কর‌ছে।

জানা গে‌ছে, দে‌শে লকডাউন শিথিল হওয়ায় বৃহস্প‌তিবার থে‌কে ঢাকা-টাঙ্গা‌ইল মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যায়। এ‌তে স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে মহাসড়‌কে দ্বিগুণ প‌রিবহন চলাচল করায় শুক্রবার দিবাগত রাত থে‌কে মহাসড়‌কে যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এ‌তে কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌তে উত্তরবঙ্গগামী লে‌নে প‌রিবহন কম থাক‌লেও ভোর থে‌কে ঢাকাগামী লে‌নে প‌রিবহন চল‌ছে ধীরগ‌তি‌তে। এ ছাড়া সিরাজগ‌ঞ্জের নলকা ব্রিজ ও প‌শ্চিমপাড় অং‌শে মহাসড়‌কের কাজ চলামান থাকায় সেখানকার প‌রিবহ‌নের চাপ টাঙ্গাইল অং‌শে গি‌য়ে ঠে‌কে।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, বৃহস্প‌তিবার রাত থে‌কে মহাসড়‌কে স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে‌ দ্বিগুণ প‌রিবহন চলাচল কর‌ছে। এ‌তে চাপ বে‌ড়ে যাওয়ায় ধীরগ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে। মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক কর‌তে পু‌লিশ নিরলসভাবে কাজ কর‌ছে।

এ‌ বিষ‌য়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শফিকুল ইসলামের মোবাই‌লে যোগা‌যোগ ক‌রলে তি‌নি ফোন ধ‌রেন‌নি।

অভিজিৎ ঘোষ/এসপি