নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৪
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৪ জন। নতুন করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪৬৭ জনে।
শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৫৬৪ নমুনা পরীক্ষা করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে নোয়াখালী সদরে ৫৫ জন, সুবর্ণচরে ২ জন, বেগমগঞ্জে ৩৪ জন, সোনাইমুড়ীতে ৬ জন, সেনবাগে ১৩ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন এবং কবিরহাটের ২৬ জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৬৭ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ৬৭৩ জন আর বিভিন্ন উপজেলার ৭ হাজার ৭৯৪ জন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৫৪ জনের। যার মধ্যে সদরের ২৭ জন আর বিভিন্ন উপজেলার ১২৭ জন রয়েছেন।
হাসিব আল আমিন/এমএসআর