সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীর বাবাকে মারধর করেছেন আমান নামের এক স্থানীয় মাতবর। এ ঘটনায় সাভার থানায় অভিযোগ দিলে রাতেই অভিযুক্ত আবুল হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) রাত ১০টার দিকে সাভারের উলাইল এলাকার ডিপজল মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৬ জুলাই) সকালে প্রতিবন্ধী ও শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বিচার চান। ঘটনার দিন রাতেই আমান নামের ওই মাতবর সালিসের নামে ভুক্তভোগীর বাবা ও অভিযুক্তকে মারধর করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী আবুল হোসেন ওই এলাকার তেতু মিয়ার ছেলে। তিনি উলাইলের ডিপজল মার্কেটে মসলার ব্যবসা করতেন। আর স্থানীয় মাতবর আমানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে ঢাকা পোস্টকে জানান, তার প্রতিবন্ধী ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করে আবুল হোসেন। এ ঘটনায় আমি বিচার চাই। পরে সালিসের নামে দলীয় নেতা আমান আমাকে মারধর করেন। তবে অভিযুক্ত আবুলকেও মারধর করেছেন মাতবর আমান।

তিনি বলেন, আমার শিশুসন্তানকে ধর্ষণের চেষ্টা করে আবার আমাকেই মারধর করেছে। এ জন্য আমি থানায় অভিযোগ করলে প্রধান অভিযুক্ত আবুলকে আটক করেছে সাভার থানার পুলিশ।

এ ব্যাপারে মাতবর আমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, অভিযোগ পাওয়ামাত্র অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। একই সঙ্গে মামলা হয়েছে।

মাহিদুল মাহিদ/এনএ