কক্সবাজারের টেকনাফ উপজেণলার চাকমারকুল রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন ও সেনাবাহিনীর টিম। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ২১নং চাকমারকুল ক্যাম্পের এ-ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফের ২১নং চাকমারকুল ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ জুবায়ের (১৯), আবু বক্কর সিদ্দিকের ছেলা নুর আলম(২০), জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ইয়াকুব (২৭), মোহাম্মদ ইসলামের ছেলে আমির হোসেন (৩০) ও আবু তাহেরের ছেলে রিদুয়ান (১৮)।

এপিবিএন ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, ২১নং চাকমারকুল ক্যাম্পের রশিদ উল্লাহ এক রোহিঙ্গার বাড়িতে এপিবিএন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। ওই বাড়িতে থাকা এই ৫ রোহিঙ্গাকে অস্ত্র-গুলিসহ আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, যৌথ অভিযানে তাদের আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এপিবিএনের এ কর্মকর্তা।

মহিব/এমএএস