ভারত থেকে পরে আমগুলো নেপালে গিয়ে পৌঁছাবে

নেপালের প্রধানমন্ত্রী কে পি প্রসাদ শর্মা অলিকে ভিভিআইপি উপহারসামগ্রী হিসেবে ১ হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় দাস অ্যান্ড সন্স নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি দিয়ে ১ হাজার কেজি (১০০ কার্টন) আম নিয়ে একটি পিকআপ নেপালের উদ্দেশে যায়।

এ সময় স্থলবন্দরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, বাংলাবান্ধা কাস্টমস সুপার রতন চন্দ্র শীল, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার (ওসি তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর প্রমুখ।

দাস অ্যান্ড সন্স সিঅ্যান্ডএফ এজেন্টের স্থানীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন মুসা ঢাকা পোস্টকে জানান, বাংলাদেশ সরকারের উপহার হাঁড়িভাঙা আম নেপালে প্রেরণ করা হয়। আমগুলো ভারতের ফুলবাড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে সোমবার সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। ভারত থেকে পরে আমগুলো নেপালে গিয়ে পৌঁছাবে।

পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর ঢাকা পোস্টকে জানান, সোমবার বিকেলে আমগুলো বাংলাবান্ধা স্থলবন্দরে এসে পৌঁছালে পরে সন্ধ্যায় আনুষ্ঠানিক সব কার্যক্রম শেষ করা হয়। তারপর ভারতের ফুলবাড়ি হয়ে নেপালে যাবে আমগুলো।

মো. রনি মিয়াজী/এনএ