চাঁদপুরে সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন একাধিক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হচ্ছে। এর মধ্যে শুক্রবার (২ জুলাই) একদিনেই চাঁদপুরের ১৭ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ওইদিন আক্রান্তদের মধ্যে ১৪ জনই পুলিশ সুপার কার্যালয়ের।

শনিবার (৩ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে শুক্রবার ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৭ জনের করোনা পজিটিভ। 

চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন ২/৩ জন করে পুলিশ সদস্যের করোনা শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি। 

তিনি মনে করেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ রাস্তায় কর্মরত থাকায় এবং ব্যারাকে একসঙ্গে অনেকে  বসবাস করায় এমনটি হতে পারে।

শরীফুল ইসলাম/এইচকে