নোয়াখালীতে কঠোর অবস্থানে প্রশাসন, ফাঁকা রাস্তাঘাট
এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নে নোয়াখালীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শনিবার (৩ জুলাই) সকাল থেকে জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবির টিমকে লকডাউন কার্যকরে টহল দিতে দেখা গেছে। প্রশাসনের এ তৎপরতায় সড়কে যানবাহন ও পথচারীর দেখা মেলেনি।
এদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশের শতাধিক চেকপোস্ট বসানো আছে। তবে একান্ত প্রয়োজনে বাসা থেকে বের হলেই পরিবহন ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে। লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মানতে সতর্কতামূলক মাইকিং করছেন স্বেচ্ছাসেবীরা।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ঢাকা পোস্টকে বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নিয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে। অকারণে কেউ আড্ডা দিলে, বের হলে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, সরকারি নির্দেশনা মতে, লকডাউন বাস্তবায়নে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন বের হতে না পারে সে জন্য মাঠে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন।
হাসিব আল আমিন/এসকেডি