করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও ময়মনসিংহের সড়কে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জেলায় ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে আছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে নগরীর বেশ কিছু সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে। থেমে থেমে নামা বৃষ্টি উপেক্ষা করেই বসানো হয়েছে চেকপোস্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দিচ্ছে সড়কে। আগের দিন প্রশাসনের কড়া অবস্থানের কারণে অনেকেই আজ ঘর থেকে বের হননি। যারা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বের হয়েছেন তাদের অনেককে জরিমানার মুখে পড়তে হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার দুপুর ১টা পর্যন্ত জেলায় ১৮৭টি মামলায় ১ লাখ ৩২ হাজার ৩০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে জেলা প্রশাসন ৯২টি মামলায় ৬৫ হাজার ২৫০ টাকা, উপজেলা প্রশাসন ৮৪টি মামলায় ৬৪ হাজার ৭৮০ টাকা এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ১১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। 

এদিকে লকডাউন বাস্তবায়নে এসব কার্যক্রম তদারকি করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এ সময় জেলা প্রশাসক বলেন, জনসাধারণকে সরকারি বিধিনিষেধ মানাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনও করা হচ্ছে। করোনা সংক্রমণের হার কমাতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানেই থাকবে। এ সময়টাতে সবাইকে ঘরেই থাকতে হবে। বিনা কারণে বের হওয়া যাবে না। তবে যাদের খাদ্য সংকট হবে তারা যদি আমাদের জানান তাহলে তাদের খাদ্যসহায়তা দেওয়া হবে। 

উবায়দুল হক/আরএআর