গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এখনো পানি বিপৎসীমার ১.৪১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্ন এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। জেলা সদর, চৌহালী, শাহজাদপুর ও কাজিপুরের বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক দিন যদি পানি এভাবে বাড়ে তাহলে বিপৎসীমা অতিক্রম করতে বেশি সময় লাগবে না।

শুভ কুমার ঘোষ/এসপি