ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহের ভালুকার সাহেরা খাতুন (৬৫), শেরপুর সদরের কাজী নজরুল (৭৫), নেত্রকোনা সদরের রাজিয়া খাতুন (৫২) ও কিশোরগঞ্জের বাজিতপুরের আবেদ আলী (৫২) মারা গেছেন। এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের জামতলা এলাকার মজিবুর রহমান (৬৫), মুক্তাগাছার মাহবুব আলম (৪৫), শেরপুর সদরের জিনাত আরা (৩৪) ও নেত্রকোনা সদরের আলেয়া বেগম (৩০)। 

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, বর্তমানে আইসিইউতে ১৩টি আসনের মধ্যে ১২টিতে এবং সাধারণ ওয়ার্ডে ২৪২টি আসনের মধ্যে ২২২ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪৩ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

উবায়দুল হক/আরএআর