বরিশাল বিভাগে ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৬
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ২৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৮৬ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, মোট আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ২৭৫ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
বরিশাল জেলায় নতুন করোনা আক্রান্ত ৮৫ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮৭৮ জন, পটুয়াখালীতে নতুন ২০ জন নিয়ে ২ হাজার ৪৮৫ জন, ভোলায় নতুন ৮ জন নিয়ে ২ হাজার ৬০ জন, পিরোজপুরে নতুন ৮০ জন নিয়ে ২ হাজার ২৭৫ জন, বরগুনায় নতুন ২৯ জন নিয়ে ১ হাজার ৪৪২ জন এবং ঝালকাঠিতে নতুন ৬৪ জন নিয়ে ১ হজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনা আক্রান্ত হয়ে পিরোজপুরের ব্রাহ্মণকাঠি গ্রামের আকুলি রানি সাহা (৭৫), নরখালী গ্রামের এনায়েত (৫৭), মাসিমপুর গ্রামের দিনা আফরোজ (৫০) জেলা সদর হাসপাতালে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের তাজেম্বর (৭০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের বাদল খান (৫০) এবং বরিশাল সিটি করপোরেশন এলাকার সার্কুলার রোডের বাসিন্দা ফজিলাতুন্নেছা (৬২) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৭ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ছয়জন মারা গেছেন।
করোনা ওয়ার্ডে বর্তমানে ১৪৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ। ১২৪ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪১ দশমিক ৯৭ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালীর দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর