টাঙ্গাইলে করোনায় ৭, উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৯ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ওয়ার্ডের আইসিইউতে চারজন ও করোনা ইউনিটে তিনজনের মৃত্যৃ হয়েছে। এছাড়া করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া আরও ৯ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া হাসপাতালটিতে করোনা আক্রান্ত হয়ে ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৬০ জন করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীর স্বজনরা অভিযোগ করেন, করোনা ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না। এছাড়া আইসিইউতে গ্যাসের সমস্যা রয়েছে। পর্যাপ্ত সিটের ব্যবস্থা না থাকায় মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা সংক্রমণের হার ৪০ দশমিক ৯২ শতাংশ। এছাড়া জেলায় চিকিৎসাধীন অবস্থায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশের বাড়ি টাঙ্গাইল সদরে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১১৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিরা শেষ মুহূর্তে এসে হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন বাস্তবায়নে সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে এক প্লাটুন সেনাবাহিনী শহরে টহল শুরু করেছে।
বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াক সাংবাদিকদের জানান, মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া যাবে না। লকডাউন সফল করতে সব ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী।
অভিজিৎ ঘোষ/আরএআর