দিনাজপুরে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫১
দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬১৯ জন।
বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মৃত চারজনের মধ্যে সদর উপজেলার তিনজন এবং খানাসামা উপজেলার একজন রয়েছেন।
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৭৮ জন, হাকিমপুর উপজেলার তিনজন, বিরামপুরের চারজন, বিরলের ১০ জন, বীরগঞ্জের একজন, বোচাগঞ্জের তিনজন, চিরিরবন্দরের দুইজন, ফুলাবাড়ির ৩৫ জন, নবাবগঞ্জের দুইজন ও পার্বতীপুর উপজেলার ১৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ২২ শতাংশ।
আরএআর