শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক

কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ ফজলুল হক গত ১২ জুন থেকে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। নমুনা পরীক্ষার পর ২০ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৩ জুন তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোহাম্মদ ফজলুল হক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সালের ১৭ নভেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেন।

বুধবার (৩০ জুন) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে মোহাম্মদ ফজলুল হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হকের মৃত্যুর খবরে শিক্ষক, শিক্ষার্থীসহ মাধ্যমিক শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

এসকে রাসেল/আরএআর