রাজশাহীজুড়ে সংক্রমণ ছাড়াল ৫৫ হাজার, মৃত্যু ২২
রাজশাহী বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনা শনাক্ত দাঁড়াল ৫৫ হাজার ৭৫৪ জনে।
এই ২৪ ঘণ্টায় বিভাগে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ শনাক্তের পর বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এনিয়ে বিভাগজুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭৩ জনে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল। গত বছরের ২৯ জুন বিভাগে করোনা সংক্রমণ ৫ হাজারে দাঁড়ায়। সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের ২০ জুলাই পৌঁছে যায় ১০ হাজারে।
সংক্রমণের মাত্রা তীব্র হওয়ায় প্রায় দুই মাসের ব্যবধানে ৩০ সেপ্টেম্বর সংক্রমণ দ্বিগুণ অর্থাৎ ২০ হাজারে পৌঁছায়। এরপর কিছুটা কমে সংক্রমণের মাত্রা। এই বছরের ২০ জানুয়ারি সংক্রমণ পৌঁছায় ২৫ হাজারে।
ঈদুল ফিতরের পর এই অঞ্চলে ফের বাড়তে শুরু করে সংক্রমণ। গত ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ১০ জুন সংক্রমণ ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার এবং ২৬ জুন ৫০ হাজার ছাড়িয়ে যায় সংক্রমণ । করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার।
এদিকে, বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টায় যে ৯৩৩ করোনা ধরা পড়েছে তার মধ্যে ২৫০ জনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া পাবনার ১৭৭, নওগাঁর ১৪০, বগুড়ায় ১২৭, সিরাজগঞ্জে ৮১, জয়পুরহাটে ৭৯, নাটোরে ৬৫ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, ২৪ ঘণ্টায় বগুড়ায় ৮ জন, রাজশাহীতে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, নাটোরে ৪ জন এবং নওগাঁয় একজনসহ বিভাগে করোনায় ২২ জন প্রাণ হারিয়েছেন। এই এক দিনে জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় করোনায় মৃত্যুর খবর মেলেনি।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে করোনায় যে ৮৭৩ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৩৯২ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ১৫৭, চাঁপাইনবাবগঞ্জে ১১২, নওগাঁয় ৭৭, নাটোরে ৫৪, সিরাজগঞ্জে ৩০, জয়পুরহাটে ২৮ এবং পাবনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন।
এ পর্যন্ত বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১১৯ জন। এরমধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬২ জন। এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ৩৮ হাজার ৯৭২ জন। এরমধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৮ জন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর