নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে অতিরিক্ত মদপানে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন আছেন আরও ৪ জন।

নিহত ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোক্তার মিয়ার ছেলে মোহসীন (২৩), কামাল মিয়ার ছেলে জিসান, জৈনপুর গ্রামের সিদ্দিকের ছেলে তোফাজ্জল (৪০)।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমানের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, তার গাড়িচালক তোফাজ্জল হোসেন, মোহসীন মিয়া, জিসান, রিফাত, রাহিম, সুমন, সারোয়ারসহ সবাই বাবুর ব্যক্তিগত অফিসে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসাধীন অবস্থায় আছেন একই এলাকার ইয়াসিনের ছেলে হৃদয়, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে সুমন আহমেদ, শাহাবুদ্দিন প্রধানের ছেলে রিফাত, বাহাউদ্দিনের ছেলে সারোয়ার।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমানের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, তার গাড়িচালক তোফাজ্জল হোসেন, মোহসীন মিয়া, জিসান, রিফাত, রাহিম, সুমন, সারোয়ারসহ সবাই বাবুর ব্যক্তিগত অফিসে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন।

তাদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার (৯ জানুয়ারি) চিকিসাধীন অবস্থায় জাহিদ হাসান বাবু, জিসান আহাম্মেদ, তোফাজ্জল হোসেন ও মোহসীন মিয়া মারা যান।

তবে নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, খাবারের সঙ্গে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে।