যশোরে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩০৮
করোনা ও উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ১২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরে কাজ করছে জেলা প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ ঊর্ধ্বগতির হ্রাস হয়নি।
যশোর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৬৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৮ শতাংশ। এসময় মারা গেছেন ১২ জন। এদের মধ্যে ৮ জন করোনা এবং অপর ৪ জনের করোনার উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫৯ জন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা রোগীর চাপ বেড়েছে। ডাক্তার ও নার্স সংকট রয়েছে। এ কারণে চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিজ্ঞাপন
জাহিদ হাসান/এমএএস