‘নির্বাচনে পরিবেশ বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করতে হবে’
নির্বাচনে পরিবেশ বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। রোববার (২০ জুন) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে সোমবারের (২১ জুন) ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডে এসব কথা বলেন তিনি।
শাহাবুদ্দিন খান আরও বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি মহোদয়ের নির্দেশনা হলো সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে কোনো ক্রমেই নিজেদের দুর্বল ভাবা চলবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিসাইডিং অফিসারের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। কোনো কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) এনামুল হক, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, উপপুলিশ কমিশনার (উত্তর) মনজুর রহমান, উপপুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসেরসহ কর্মকর্তারা।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর