৭ দিন পর রাজশাহীজুড়ে সর্বনিম্ন সংক্রমণ
রাজশাহী বিভাগজুড়ে গত সাতদিনে কেবল বাড়ছিল প্রাণঘাতি করোনা সংক্রমণ। বাড়ছিল মৃত্যের সংখ্যা। কিন্তু শনিবার (১৯ জুন) আগের চেয়ে কিছুটা কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৩৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে বিভাগে প্রাণ হারিয়েছেন আটজন।
এর আগে ১৮ জুন বিভাগে ৮১৮ জনের করোনা ধরা পড়ে। গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়ে ওই দিন। ওই দিন বিভাগে ৯ জনের প্রাণ যায় করোনায়। এছাড়া ১৭ জুন ৬৪৫, ১৬ জুন ৮১৩, ১৫ জুন ৭১২, ১৪ জুন ৬৪৬, ১৩ জুন ৬৬৮ এবং ১২ ৩৪৫ জনের করোনা ধরা পড়ে।
বিজ্ঞাপন
এদিকে গত ১৬ জুন বিভাগে সর্বোচ্চ ১৫ জনের প্রাণ নেয় করোনা। এছাড়া ১৫ জুন ১৪, ১৪ জুন ১২, ১৭ জুন ১১, ১৮ জুন ৯, ১৯ জুন ৮, ১২ জুন ৭ এবং ১৩ জুন ৬ জন মারা গেছেন বিভাগে। বিভাগীয় স্বাস্থ্য দফতরের দৈনিক পরিসংখ্যান বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।
এদিকে বিভাগের অন্য সাত জেলার সঙ্গে করোনা সংক্রমণ কমেছে করোনার হটস্পট রাজশাহী জেলাতেও। গত সাতদিনের প্রতিদিনই বিভাগে সর্বোচ্চ করোনা সংক্রমণ ধরা পড়েছে এই জেলায়। এর মধ্যে সর্বোচ্চ করোনা ধরা পড়ে গত ১৩ জুন ৩৬৮ জনের। ওই দিন করোনায় কোনো মৃত্যু নেই রাজশাহীতে।
গত ১৮ জুন রাজশাহীতে করোনা ধরা পড়ে ৩৫৯ জনের। সেদিন করোনায় মারা যান একজন। এরপর গত ১৫ জুন করোনা শনাক্ত হয় ৩৫৩ জনের। ওই দিন তিনজনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
১৬ জুন রাজশাহীতে ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন জেলায় করোনায় প্রাণহানির খবর মেলেনি। এর একদিন পর ১৭ জুন আরও ৩৩৪ জনের করোনা ধরা পড়ে। সেদিন প্রাণ হারিয়েছেন দুজন। ১৪ জুন করোনা ধরা পড়ে ৩০৮ জনের। ওই দিনও মারা গেছেন দুজন।
এর আগে গত ১২ জুন ১৯৫ জনের করোনা শনাক্ত হয় জেলায়। ওই দিন করোনায় প্রাণ যায় চারজনের। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা শনাক্ত হয়েছে ১৩৪ জনের। এই একদিনে প্রাণ হারিয়েছেন তিনজন।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে করোনা ধরা পড়েছে ৪৬ হাজার ২৩৪ জনের। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৭১৫ জন। বিভাগে সর্বোচ্চ প্রাণহানি বগুড়ায় ৩৪০ জন। এছাড়া রাজশাহীতে ১২১, চাঁপাইনবাবগঞ্জে ৮৮, নওগাঁয় ৬০, নাটোরে ৩৯, সিরাজগঞ্জে ২৮, পাবনায় ২২ এবং জয়পুরহাটে ১৭ জনের প্রাণ নিয়েছে করোনা।
এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ৩১ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১১০ জন করোনা রোগী। এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৩৪ হাজার ৮২৬ জন।
রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণ চূড়ায় অবস্থান করছে বলে ধারণা করছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার।
তিনি জানান, সংক্রমণ ঠেকাতে রাজশাহী নগরীতে এখন ১৪ দিনের বিশেষ লকডাউন চলছে। ফলে সংক্রমণের হার কমছে। এই লকডাউন ১৪ দিন পূর্ণ হলে আশা করা যায় সংক্রমণ আরও কমে আসবে।
তবে এখনই সংক্রমণ চূড়ায় পৌঁছেছে কিনা তা বলার মতো যথেষ্ট তথ্য হাতে নেই বলে জানিয়েছেন রাজশাহীর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. চিন্ময় কান্তি দাস।
তিনি জানান, সামাজিক সংক্রমণের হার নির্ণয়ে আমাদের কাছে যে তথ্য আছে তা পর্যাপ্ত নয়। তার ওপর পরীক্ষার সংখ্যাও যথেষ্ট নয়। সে কারণে সংক্রমণ নিয়ে যেকোনো অনুমান বা ধারণা যথাযথ নাও হতে পারে।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর