বগুড়ায় গত ৪৮ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৬ জন ও সুস্থ হয়েছেন ৩৩ জন। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া শহরের লতিফপুর কলোনির মোজাফফর হোসেন (৮৫) মোহাম্মাদ আলী হাসপাতালে ও নওগাঁর বাসিন্দা হাবিবুর রহমান (৫৪) টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

জানা যায়, জেলায় ২৪ ঘণ্টায় ২০৮ নমুনার ফলাফলে নতুন করে ৪৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৩ নমুনায় ৪০ জনের পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫ নমুনায় ৬ জন পজিটিভ হয়েছেন।

আক্রান্তের হার ২২ দশমিক ১১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৩ জন। এর আগে সোমবার জেলায় ১৫৩ নমুনায় ৩০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছিলেন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন আক্রান্ত ৪৬ জনের মধ্যে সদরে ৩৬ জন, শেরপুরে ৩ জন, শিবগঞ্জে ২ জন, ধুনট, আদমদিঘী, দুপচাঁচিয়া, শাজাহানপুর ও কাহালুতে একজন করে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৬১৩ জন এবং সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৭ জনে। এছাড়া ৪৮ ঘণ্টায় ২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩২৯ জনে ঠেকেছে। বর্তমানে চিকিৎসাধীন ২৩৭ জন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর