ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ, আটক ৪
ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন তেতুলিয়া গ্রাম থেকে ৪ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
আটকরা হলেন-বাগেরহাটের রয়েন্দা থানার দক্ষিণ রাজাপুর গ্রামের মুজিবর কাজীর ছেলে তুহিন কাজী (৩২), ঝালকাঠির কাঠালিয়া থানার মহেশকান্দি গ্রামের ছমেদ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (২৪), বরগুনার পাথরঘাটা থানার জালিয়াঘাটা গ্রামের আব্দুল হকের ছেলে মান্নান (৩৫) এবং খুলনার রুপসা থানার দেয়ারা গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী (৫১)।
বিজ্ঞাপন
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, অবৈধভাবে কয়েকজন ভারত থেকে দেশে প্রবেশে করেছে, এমন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জুন) দুপুরে জীবননগর উপজেলার তেতুলিয়া বটতলা মোড় এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় অবৈধ পন্থায় ভারত থেকে দেশে প্রবেশের অপরাধে চারজনকে আটক করা হয়। রাতেই জীবননগর থানায় একটি মামলা দায়ের ও আটকদের সোপর্দ করা হয়েছে।
আফজালুল হক/এসপি