২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালুর দাবি
হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কার করে রেলসেবা চালুর দাবি জানিয়েছে নাগরিক ফোরাম। শনিবার (১২ জুন) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালু না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সস্পাদক জাবেদ রহিম বিজন, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, পূর্বাঞ্চল রেলপথের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটির কার্যক্রম দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এ স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করছে না। এতে করে প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াতকারী কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষের এই দুর্ভোগ লাঘবে আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালু না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আজিজুল সঞ্চয়/আরএআর