ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে বেরিয়ে সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন (৪০), খায়ের মিয়া (৩৫), সিরাজ মিয়া (৬০), রহিজ মিয়া (৬৫), বাহার মিয়া (৫৫), জাবের হোসেন (৩৫) ও জামের মিয়া (৫০)।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোপীনাথপুর গ্রামের বাবে জান্নাত মসজিদে জুমার নামাজ শুরুর আগে খতিব মাদক ও সন্ত্রাসবিরোধী বয়ান করেন। এ নিয়ে নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ভূঁইয়াপক্ষের চুনু মিয়ার ছেলে শিপন মিয়া ও হাজীপক্ষের রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়া বাগবিতণ্ডায় জড়ান।
এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজিজুল সঞ্চয়/এনএ