ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকে ৬ লাখ টাকা চুরি
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুন) মধ্যরাতে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের উপর অবস্থিত ফকির বাজারে অবস্থিত ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক থেকে ৬ লাখ টাকা চুরি হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সকালে এজেন্ট ব্যাংক খোলার পর অফিসের লোকজন অফিসের কাগজপত্র এলোমেলো ও ক্যাশের ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় ও ব্যাংকের পরিবেশক জাহিদ আনোয়ার পুলিশকে অবহিত করে।
বিজ্ঞাপন
ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার ব্রাঞ্চ ম্যানেজার আবদুর রহমান জানান, বুধবার রাতের যে কোনো সময় ব্যাংকের টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙে ৬ লাখ টাকা নিয়ে যায়। চোরচক্র চুরি করার সময় মুখোশ পড়া ছিল। এ কারণে সিসি টিভিতে তাদের ভালোভাবে চেনা যায়নি।
ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরচক্রটি টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেছে। পরে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকে থাকা ৬ লাখ টাকা নিয়ে যায়। চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করে দিয়েছে।
শরীফুল ইসলাম/এমএএস