পথে পথে মাইকিং করছেন মেয়র ফেরদৌস
করোনা সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন বুধবার (০৯ জুন) থেকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে। ওই ঘোষণার পর পরই সিংড়া পৌরসভার মেয়র জান্নতুল ফেরদৌস লকডাউন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিজেই মাইক হাতে নেমে পড়েন প্রচারণায়।
মঙ্গলবার (০৮ জুন) সকালে মাইক হাতে সড়কে দেখা যায় তাকে। এ সময় তিনি লকডাউনে আরোপিত বিধি-নিষেধ মানার জন্য পৌরবাসীকে আহ্বান জানান।
বিজ্ঞাপন
নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে সচেতন করতে সড়কে প্রচারণায় নামার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার সফলতা কামনা করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে মন্তব্য করে স্ট্যাটাসও দিয়েছেন।
মিজান খান নামে এক ব্যক্তি লিখেছেন, আমাদের মেয়র জান্নতুল ফেরদৌস ভাই একজন মানবতার ফেরিওয়ালা। তারা মেয়রের সফলতা কামনা করাসহ তার দীর্ঘায়ু কামনা করেছেন।
মেয়র জান্নাতুল ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, মানুষকে সচেতন করতেই তিনি নিজেই মাইক নিয়ে প্রচারণায় নামেন। করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে পৌরবাসীদের তিনি লকডাউন সফল করার আহ্বান জানান। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে মাস্ক পড়ে চলাচলের অনুরোধ করেন।
তাপস কুমার/এসপি