জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত
কিশোরগঞ্জের তাড়াইলে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (০৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিল এলাকায় এ ঘটনা ঘটে।
মো. শফিকুল ইসলাম দিগদাইড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে। তিনি দিগদাইড় পশ্চিমপাড়ার গ্রামের সাদেক ভেন্ডারের পক্ষের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিল জলমহালের আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে দিগদাইড় পশ্চিমপাড়া গ্রামের সাদেক ভেন্ডারের লোকজন ও একই গ্রামের প্রবাসী মতি মিয়ার লোকজনের বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া বল্লমের আঘাতে মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে তিনজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসকে রাসেল/এসপি