সাড়ে ৫ কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির জেলা ও মহানগরের নেতাকর্মীরা। সোমবার (৭ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার করোনার অজুহাতে দীর্ঘ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এতে সারাদেশে সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। জাতিকে মেধাশূন্য, মেরুদণ্ডহীন করতে ষড়যন্ত্র চলছে। সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা উদ্দেশ্যমূলক।
বিজ্ঞাপন
সংগঠনটির নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা হয়ে পড়ছে মানসিক বিকারগ্রস্ত, জড়িয়ে পড়ছে নানাবিধ সামাজিক অপরাধে। বইখাতা রেখে মাদক, ইয়াবা ও ধ্বংসাত্মক ডিভাইসে সময় কাটাচ্ছে তারা। পাবজি, টিকটকসহ বিভিন্ন গেম খেলতে টাকা না পেয়ে অনেকে আত্মহত্যা করছে।
তারা আরও বলেন, এসব ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে মুক্তি দিতে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে। সর্বস্তরের মানুষ এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে।
সমাবেশে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের রংপুর মহানগর সভাপতি একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন রংপুর জেলা সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বরাবর স্বারকলিপি পেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর