রাজশাহী বিভাগজুড়ে করোনায় প্রাণহানি কমলেও বেড়েই চলেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৬০৭ জনের। এনিয়ে বিভাগের ৮ জেলায় করোনা সংক্রমণ দাঁড়াল ৩৮ হাজার ৪৩১ জনে।

সোমবার (৫ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৬ জুন বিভাগে করোনা ধরা পড়ে মোট ৫০২ জনের। এছাড়া ৫ জুন ২৮৮ জন, ৪ জুন ৩৭২ জন, ৩ জুন ৩৭৮ জন, ২ জুন ৪২৭ জন, ১ জুন ৩৮২ এবং ৩১ মে ৩০০ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণে বিভাগে শীর্ষে রয়েছে রাজশাহী জেলা।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ২৭০ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়। রোববার রাজশাহীতে করোনা শনাক্ত হয় ২২২ জনের। ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় প্রাণ হারিয়েছে ২ জন। এই দুজনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এনিয়ে বিভাগে মহামারিতে প্রাণহানি দাঁড়াল ৫৯৭ জনে।

এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ৩২ হাজার ৩৮৫ জন। এর মধ্যে গত একদিনে করোনাজয় করেছেন ১০৬ জন। বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার জানান, ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই দিনই করোনা ধরা পড়েছে ৬০৭ জনের। এর মধ্যে সর্বোচ্চ ২৭০ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে।

এছাড়া নওগাঁয় ১১৯, চাঁপাইনবাবগঞ্জে ৭৫, জয়পুরহাটে ৬১, নাটোরে ৩৫, বগুড়ায় ১৬, পাবনায় ১৬ এবং সিরাজগঞ্জে ১৫ জনের করোনা ধরা পড়েছে।

 ফেরদৌস সিদ্দিকী/এমএসআর