করোনাভাইরাসে খুলনায় এক ঘণ্টায় দুজনের মৃত্যু
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ঘণ্টার ব্যবধানে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) খুলনা করোনা হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন খুলনার দীপক ধর (৫৭) ও সাতক্ষীরার মিঠুন ঘোষ (২৮)। এদিকে শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ এসেছে।
হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এসব নমুনার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩০১ জনের ছিল। এদিন মোট ১১০ জনের করোনা পজিটিভ এসেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এরমধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ১৪ জন, যশোরের ৫ জন, নড়াইলের একজন ও পিরোজপুর জেলার একজন রয়েছেন। আজ করোনা শনাক্তের হার ২৯ শতাংশ।
খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাসপাতালে মিঠুন ঘোষ (২৮) নামের এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা মির্জাপুর এলাকার বাসিন্দা বিষ্ণু ঘোষের ছেলে। করোনা আক্রান্ত অবস্থায় তিনি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন।
রাত সাড়ে ৭ টার দিকে একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর খালিশপুর হাউজিং এলাকার মৃত বিরেন্দ্র নাথের ছেলে দীপক ধর (৫৭) মারা যান। তিনি ৩০ মে খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শুক্রবার সকাল পর্যন্ত খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০১ জন রোগী ভর্তি ছিল। যারমধ্যে আইসিইউতে ভর্তি ছিলেন ৮ জন। শুক্রবার করোনায় আক্রান্ত ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মোহাম্মদ মিলন/এমএসআর