সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে মাসুম (৫) নামের এক শিশুর মৃত্য হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের বেরন এলাকার হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম শরিয়তপুর জেলা সদরের চরকোয়ারপুর এলাকার দুলাল হোসেনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে সে ওই এলাকায় বসবাস করত।

পুলিশ জানায়, সন্ধ্যায় তিন সন্তানকে মুড়ি খেতে দিয়ে দোকানে যান তাদের মা। ফিরে এসে তিনি দেখেন তার দুই সন্তান মুড়ি খাচ্ছে। পরে সেপটিক ট্যাংকের পাশে আরেক সন্তান মাসুমের জুতা দেখতে পান মা। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে হাত দিয়ে দেখতে পান মাসুমের মরদেহ। পরে তাকে তুলে কান্নায় ভেঙে পড়েন শিশুর মা। এলাকাবাসী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত শিশুর বাবা দুলাল জানান, বৃষ্টির পানি ও ময়লা জমে যাওয়ায় হারুনের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন বাড়িওয়ালা।  ট্যাংকের মুখ খোলা থাকায় সন্ধ্যায় আমার ছেলে সেখানে পড়ে যায়। স্থানীয়রা ছেলেকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার আহমেদ ঢাকা পোস্টকে জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।

মাহিদুল মাহিদ/এনএ