পুলিশের সহায়তায় বাড়ি ফিরলেন নিখোঁজ ফাহিমা
সাতক্ষীরা সদর থানা পুলিশের সহায়তায় লক্ষ্মীপুর থেকে নিখোঁজ হওয়া ফাহিমা বেগম বাড়ি ফিরেছেন। নিখোঁজ ফাহিমাকে উদ্ধারের পর চিকিৎসা দিয়ে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফাহিমা বেগম লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরআলগী গ্রামের জাবের হোসেন পন্ডিতের স্ত্রী। নিখোঁজের পর গত ৩১ মে রামগতি থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
বিজ্ঞাপন
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শহরের পুরাতন সাতক্ষীরার নাথপাড়া এলাকার আবুল কালামের বাড়ি থেকে ফাহিমা বেগমকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নাম-পরিচয় ঠিকমত বলতে পারছিলেন না।
তিনি আরও বলেন, শারীরিকভাবে অসুস্থ মনে হওয়ায় তাকে সদর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের ইনচার্জ এসআই অপর্ণা বিশ্বাসের তত্ত্বাবধানে রেখে হাসপাতালে শারীরিক ও মানসিক সেবা প্রদান করা হয়।
তিনি বলেন, এরপর ১ জুন রাতে তিনি তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা বলতে সক্ষম হয়। তখন রামগতি থানাকে অবহিত করে ফাহিমার পরিবারকে সাতক্ষীরায় আসার জন্য অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার ফাহিমার পরিবারের সদস্যরা থানায় এসে ফাহিমাকে শনাক্ত করেন। ফাহিমাও তাদের দেখে চিনতে পারেন।
ফাহিমার স্বামী জাবের হোসেন জানান, ‘মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফাহিমা পথ ভুলে লক্ষ্মীপুর থেকে সাতক্ষীরায় চলে আসে। নিখোঁজ হওয়ার পর রামগতি থানায় সাধারণ ডায়েরি করি। পুলিশ খুঁজে বের করে দিয়েছে। যেসব পুলিশ স্যারেরা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
আকরামুল ইসলাম/এমএসআর