চলন্ত বাসে ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক পুলিশ
বাংলাদেশ পুলিশের (শিল্প পুলিশ) অতিরিক্ত পুলিশ পরিদর্শক (আইজিপি) শফিকুল ইসলাম বলেছেন চলন্ত বাসে নারী ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ কার্যালয়ে কারখানার মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম বলেন, কারখানা ছুটির পরে নারী শ্রমিকরা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, এ জন্য মহাসড়কে শিল্প পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের যাতায়াতে যেন বিঘ্ন না ঘটে, সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে।
আইজিপি বলেন, বাংলাদেশে পোশাক রফতানিতে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান সরকার শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। করোনার সময় কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য প্রণোদনা দিয়ে সরকার শিল্পকে সমৃদ্ধ করেছে।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে এ পর্যন্ত সারা দেশে ৩২১টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এ ক্ষেত্রে মালিক শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বাড়াতে হবে। মালিক ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক বজায় থাকলে কারখানায় উৎপাদন দ্বিগুণ হয়। এ ক্ষেত্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না।
আসন্ন কোরবানির ঈদের আগেই পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক রফতানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান (বিজিএমইএর) সহসভাপতি খালেদ মুনসুর, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার আসাদুজ্জামান, সাভার পৌর মেয়র আব্দুল গণি, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ও শ্রমিকরা।
মাহিদুল মাহিদ/এনএ